নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল সকালবেলা বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামে এক কিশোরের কাগজ কুড়োতে গিয়ে বোমায় হাত লেগে কব্জি উড়ে যায়। এরপর ফের বিকেলবেলা বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। যেখানে বোমা ফেটে গুরুতর আহত হয় চার জন শিশু। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণির শেখ নামে এক জনের বাড়ির পিছনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলবেলা এলাকারই কয়েকজন শিশু মণিরবাবুর বাড়ির পিছনের ফাঁকা মাঠে খেলতে গিয়ে বল ভেবে বোমাগুলিকে স্পর্শ করতেই হঠাৎ করে বোমাগুলি ফেটে যায়। এই ঘটনায় আতিয়া, নাজমা, রুজিয়া ও রহিমা নামে চার জন শিশু গুরুতর আহত হয়েছে। আর চারিদিক রক্তে ভেসে যায়।