নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল সকালবেলা বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামে এক কিশোরের কাগজ কুড়োতে গিয়ে বোমায় হাত লেগে কব্জি উড়ে যায়। এরপর ফের বিকেলবেলা বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। যেখানে বোমা ফেটে গুরুতর আহত হয় চার জন শিশু। যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণির শেখ নামে এক জনের বাড়ির পিছনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেলবেলা এলাকারই কয়েকজন শিশু মণিরবাবুর বাড়ির পিছনের ফাঁকা মাঠে খেলতে গিয়ে বল ভেবে বোমাগুলিকে স্পর্শ করতেই হঠাৎ করে বোমাগুলি ফেটে যায়। এই ঘটনায় আতিয়া, নাজমা, রুজিয়া ও রহিমা নামে চার জন শিশু গুরুতর আহত হয়েছে। আর চারিদিক রক্তে ভেসে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
বিস্ফোরণের বিকট শব্দে এলাকার বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আতিয়া, নাজমা, রুজিয়া এবং রহিমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। কিন্তু আজ এক জন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এদিন তাকে সিউড়ি আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, সামনেই বীরভূমের পুরভোট। এর আগেই আবর্জনার স্তুপে বোমা ফেটে শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের তরফ থেকে সমগ্র ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।

তবে বার বার বীরভূমের একাধিক এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।