নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের কোন্ডোটি জেলার একটি খামারে ২৩ বছর বয়সী এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় একটি ১৫ বছর বয়সী স্কুল পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
একজন পুলিশ আধিকারিক জানান, “তরুণীটি কলেজ যাওয়ার সময় পথে কন্ডোটির কাছে কোট্টোকারায় অভিযুক্তরা তাকে ধরে ধর্ষণের জন্য একটি ধানক্ষেতে টেনে নিয়ে পোশাক ছিঁড়ে ফেলেছিল। আমরা আহত মহিলাকে প্রাথমিক চিকিত্সা দিয়েছি। এরপর কন্ডোট্টি তালুক হাসপাতাল ও পরে মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছি”।
Sponsored Ads
Display Your Ads Here
তরুণীটি পুলিশকে বলেন, “ছেলেটি তাকে আক্রমণ করার আগে যথেষ্ট দূরত্ব ধরে অনুসরণ করছিল। সে তাকে “গ্যাগ” করে তাকে একটি বিচ্ছিন্ন মাঠে নিয়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এরপর পালাতে চেষ্টা করলে তাতে ব্যর্থ হলে ওই স্কুল পড়ুয়া তাকে একটি পাথর দিয়ে আঘাত করে হাত বেঁধে দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে এও জানা গেছে, কোট্টুকারা এলাকায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর ওই স্কুল পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত শনাক্ত করা হয়। এমনকি ওই স্কুল পড়ুয়া অপরাধ স্বীকারও করে নিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ওই স্কুল পড়ুয়া পালাতে বাঁধা দেওয়ায় তরুণীর নখ থেকে ঠোঁটে, ঘাড়ে এবং হাতে আঁচড়ও লেগেছে। দশম শ্রেণীর ছাত্র হওয়ায় ওই স্কুল পড়ুয়াকে কিশোর বিচার বোর্ডে বিচার করা হবে।