নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লি বিমানবন্দরে ২১ শে জানুয়ারী থেকে ২৬ শে জানুয়ারী অবধি সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অর্থাৎ ছ’দিনের জন্য নির্দিষ্ট দু’ঘণ্টা পঁচিশ মিনিট বন্ধ থাকবে। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে সরকার NOTAM (Notice to Airmen) জারি করেছে। দিল্লির এয়ারস্পেস বন্ধ থাকায় এই দু’ঘণ্টা পঁচিশ মিনিট দিল্লির আকাশপথে কোনো ফ্লাইট দেখা যাবে না।

দিল্লির এয়ারস্পেস বন্ধ থাকায় একাধিক বিমান দেরীতে চলবে। এয়ারলাইন্স সংস্থাগুলিকে আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২৬ শে জানুয়ারী কুচকাওয়াজ হয়। আর কুচকাওয়াজের মহড়া সহ অন্যান্য আয়োজনের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই NOTAM এর কারণে অন্তত ছ’শোটি ফ্লাইটে প্রভাব পড়তে পারে বলে এভিয়েশন অ্যানালিটিক্স Cirium জানিয়েছে। আট দিন আগে এই নির্দেশিকা জারি করার কারণ, এতে যাত্রীরা অবগত থাকতে পারেন। পাশাপাশি এয়ারলাইন্সগুলিও আগাম ব্যবস্থা নিতে পারবে। যদিও যাত্রীরা খানিকটা সমস্যার সম্মুখীন হবেন।










