নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার বাঁকাঝেটা এলাকায় ধানকাটার পরে জমিতে চষার কাজ চলাকালীন ট্রাক্টরের ফলায় পড়ে ১ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম সুপ্রীত মাঝি। বয়স ১৮ বছর। স্থানীয় তেঘরি হাইস্কুলে একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সুপ্রীতের পরিবারের জমিতে ট্রাক্টর চালানো হচ্ছিল। সে ট্রাক্টরের চালকের পাশেই বসেছিল। কিন্তু আচমকা চলন্ত ট্রাক্টর থেকে নীচে পড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে যানের ফলায় গুরুতর আহত হয়। এরপর তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা সহ প্রতিবেশীরা দ্রুত ট্রাক্টর থামিয়ে সুপ্রীতকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আনন্দপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে।










