নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই তীব্র আগুনের ফলে গোটা এলাকা গাঢ় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তবে হতাহতের কোনো খবর নেই। কিন্তু দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসেছিল।

দমকল সূত্রে খবর, আশপাশের এলাকা খালি করে প্রায় তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছিল। যদিও ওই কারখানায় আগুন লাগলো তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত, গতকাল রাতেরবেলা গদাধর মিস্ত্রি লেনে এক জন বাসিন্দার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









