নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ সামনেই কালীপুজো। আর তার আগে গতকাল বিকেলবেলা হাওড়ার রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেন এলাকায় বাজি বানাতে গিয়ে ১ জন যুবক অগ্নিদ্বগ্ধ হয়েছে। আহত যুবকের নাম আকাশ হেলা। বয়স ৩৫ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন আকাশ বাড়ির গ্যারাজে আতশবাজি তৈরী করছিল। তখন আচমকা কোনোভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যে গ্যারেজে মজুত রাখা সব বাজি দাউ দাউ করে জ্বলে ওঠে। ওই সময় সে গুরুতর আহত হয়। এরপর প্রতিবেশীরা আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তড়িঘড়ি আকাশকে হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি চ্যাটার্জীহাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এছাড়া দমকলের একটি ইঞ্জিনও এসে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আকাশ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আগুন লাগল কিভাবে তা এখনো অবধি জানা যায়নি। তবে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছেন।