মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গভীর নিম্নচাপের জেরে আগেই আবহাওয়া দপ্তরের তরফে তিন দিন ধরে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এরই মধ্যে গতকাল দশমীর বিকেলে উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় আচমকা আসা টর্নেডো ঝড়ে কয়েক’শো বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এতে ৬ জন আহত হয়েছেন। আর বিদ্যুৎয়ের প্রায় কুড়িটি খুঁটি ভেঙে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও এক নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা ঝড়ের খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শনে যান। আর এলাকার বেশ কিছু মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুকুমার মাহাতোর উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে। এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে।