নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানে সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলা। নাম জড়াল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের। গভীর রাতে খাগরাগড় মাঠপাড়ায় শেখ ইমতিয়াজ নামে ওই সাংবাদিকের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চাপানউতোর-বিতর্ক শুরু হতেই সাংবাদিক বৈঠক করে ঘটনার দায় অস্বীকার করেছেন বিধায়ক। তবে শেখ ইমতিয়াজ বলছেন, “আমার বাড়িটা ভেঙে দিয়েছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার চ্যানেলে খবর হয়। সত্য খবরটা আমি তুলে ধরি। এটাই হয়তো অপরাধ। বর্ধমানের বুকে গুন্ডারাজ চলছে। আমাকে পেলে হয়তো মেরে দিত।” ইমতিয়াজের দাবি ঘটনার পর সকালে তাঁরা যখন বাড়ি দেখতে যান তখনও তাঁদের উপর হামলা হয়। ইমতিয়াজ মূলত বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সাংবাদিকতা করে থাকেন বলে জানাচ্ছেন।
এদিকে বিধায়ক খোকন দাস বলছেন, “বিধানসভা নির্বাচন যেহেতু আসছে। তাই কেউ কেউ আমাদের বদনাম করতে চাইছে। আমরা তাঁর নাম বলতে চাই না। আমরা আইসি সাহেবকে বলেছে তদন্ত করুন। যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুলবেন না। দরকার হলে আমি এসপি সাহেবকেও বলব। আর ওটা তো আমার বিধানসভাও নয়। আমি ওখানে কোনওদিনই যাই না। তাহলে আমার নাম কী করে জড়াল? নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে।”
Sponsored Ads
Display Your Ads Here