নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ পুজোর ঢাকে কাঠি পড়েই গিয়েছে। আজ গণেশ চতুর্থী। আর চলতি বছর জলপাইগুড়ির পান্ডাপাড়ার যুবশক্তি ক্লাবের গণেশ পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে বিশালাকার লাড্ডু তৈরী হচ্ছে। এবার বিশাল ১০৩ কেজির এই লাড্ডু এই পুজোর অন্যতম কেন্দ্রবিন্দু। কারিগরদের তিন দিনের অক্লান্ত পরিশ্রমে তৈরী এই মিষ্টি জেলায় সাড়া ফেলে দিয়েছে।
গণেশ পূজো মানেই লাড্ডু। যা দেবতার অন্যতম প্রিয় ভোগ। এই সুবিশাল লাড্ডুটি তাই শুধু আকারেই নয়, ভক্তির প্রতীকও বটে। মণ্ডপে গণেশ মূর্তির সামনে সাজানো লাড্ডুটি যেন পূজোর মাহাত্ম্যকে আরো বাড়িয়ে তোলে। এই ১০৩ কেজি ওজনের লাড্ডু তৈরীতে প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশী খরচ হয়েছে। আয়োজকদের কথায়, “ভক্তদের মুখে হাসি ফুটলেই খরচ সার্থক হবে।”
এদিন পুজো শেষে ভক্তদের মধ্যে এই লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। এমন একটি বিশাল মিষ্টির অংশ পেয়ে ছোটো থেকে বড়ো সকলেই খুশী হবেন বলে উদ্যোক্তারা আশাবাদী। লাড্ডুটি শুধু খাবার নয়, ভক্তি, ঐক্য আর আনন্দের প্রতীক হয়ে উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here