চয়ন রায়ঃ কলকাতাঃ বিভিন্ন ওয়েবসাইটে ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হয়েছে। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই চাকরীপ্রার্থীরা জালিয়াতির অভিযোগ তুলছেন। তবে ফের নতুন করে জালিয়াতি হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর পর্ষদ সভাপতি গৌতম পাল ঘটনাটি জানতে পারা মাত্রই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেও টেট উত্তীর্ণরা চাকরীর দাবীতে পর্ষদ অভিযান করেছিল। নিয়োগ হবে কবে তা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এই আবহে পরীক্ষার্থীদের তথ্য ফাঁস হওয়ায় রীতিমতো প্রশ্ন উঠছে।
জানা গেছে, সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনো তথ্য সরকারী ভাবে নেই। অথচ সেই ওয়েবসাইটে একসঙ্গে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার তথ্য চলে এসেছে। আবার অপশনও দেওয়া হয়েছে। সেই অপশন থেকে ‘ওয়েস্টবেঙ্গল প্রাইমারী টেট’ ২০২২ সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সব একেবারে ঝকঝকে করে লেখা রয়েছে। পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আরো একাধিক সার্ভিস পাওয়া যায়। যার মধ্যে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে।
চাকরীপ্রার্থীদের কথায়, “এক ১ লক্ষ ৫০ হাজার ৪০৬ জনের তথ্য কপি করতে পেরেছি। দেখতে পেয়েছি এটা সঠিক তথ্য। এই তথ্য বাইরে এলো কিভাবে আমাদের প্রশ্ন থাকছে। আমরা যেটা জানি, ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল। ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন পরীক্ষায় বসেছিল। পর্ষদের তরফে জানানো হয়েছিল, ‘পরীক্ষায় ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন উত্তীর্ণ হয়েছিল। এদের মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ৪০৬ জনের তথ্য ওয়েবসাইটে পাওয়া গেল। সম্ভব হলো কিভাবে?” পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, “এটা সত্য কি না আমায় দেখতে হবে। দেখে নিচ্ছি। আগে সার্চ করে নিই। এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেব। আমাদের ওয়েবসাইট থেকে এমন সম্ভব নয়।”
Sponsored Ads
Display Your Ads Here