নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বৃষ্টি কমলেও এখনো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বড়ো অংশ জলের তলায়। ফলে যোগাযোগ ব্যবস্থাও বিপন্ন হয়ে পড়েছে। রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া কার্যত অসম্ভব। একাধিক এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। যার মাধ্যমে বিদ্যালয় থেকে বাজারঘাট, সবেতেই ডিঙিতে চেপেই সব কাজ চলছে।
এদিকে, এরইমধ্যে ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা। তবে অনেক আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বন্যার কারণে তা পিছিয়ে যায়। এবার ধীরে ধীরে জল নামতে শুরু করায়, বিদ্যালয়ের বাধা-ধরা কিছু নিয়মের জন্য পরীক্ষা শুরু হয়েছে।
প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানান, “পড়ুয়াদের জন্য চারটি নৌকা রয়েছে। যে সব পড়ুয়ারা পরীক্ষা দিতে আসতে পারেনি তাদের জন্য আগামীতে পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরপর পাঁচ বার বিদ্যালয় বন্যার জলে ডুবে গিয়েছে। এবার প্রথম দু’টি পরীক্ষা নেওয়ার পরেই এত জল বেড়ে যায় যে পরীক্ষা বন্ধ করে দিতে হয়।”
Sponsored Ads
Display Your Ads Here
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও পরিস্থিতি খারাপ বলে মেনে নিয়ে বলেন, “বন্যার জল অনেকটাই কমতে শুরু করেছে। গুরুদাস হাইস্কুল জলের তলায় ছিল। এখন বিল্ডিং থেকে জল নেমেছে। তবে রাস্তাঘাটে জল রয়েছে। এখন বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। ঘাটাল পৌরসভা চারটি নৌকার ব্যবস্থা করেছে। এছাড়া অনেকেরই ডিঙি নৌকা রয়েছে।”