অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ৭ ই আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছিল। তবে আজ সম্ভবত রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ হচ্ছে না বলে জানা যাচ্ছে। বোর্ড ফলপ্রকাশের ঘোষণা করেও ফলপ্রকাশ থেকে বিরত থাকছে।
এদিন কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি মামলা রয়েছে। মামলার শুনানি সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ হতে পারে। তাই আপাতত বোর্ডের তরফে ফলপ্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, এই মামলার পর শিক্ষাদপ্তর কি নির্দেশ দেয় তার উপর ভিত্তি করেই ফল ঘোষণার দিন ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য়, পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় গত ২৮ শে জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, ‘রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করতে হবে।’ কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিতেই উচ্চ-শিক্ষাদপ্তর নির্দেশনামা নিয়ে ওবিসি সংরক্ষণ বিষয়টি নিয়ে আইনী পরামর্শ নেয়। এরপর তা জয়েন্ট বোর্ডকে পাঠানো হয়। হাইকোর্টে এই সংক্রান্ত মামলা ঝুলে থাকায় অনিশ্চয়তা তৈরী হয়। জয়েন্টের পাশাপাশি এদিন কলেজের স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকাও প্রকাশের কথা। এখন দেখার এদিন সেই তালিকা প্রকাশ হয় কি না।
Sponsored Ads
Display Your Ads Here