মিনাক্ষী দাসঃ হাত-পায়ে লোম থাকা অনেকেই পছন্দ করে না। আবার সময়ের অভাবে সবসময় পার্লারে গিয়ে ওয়াক্সিন করাও হয়ে ওঠে না। এদিকে বিশেষ কোথাও যাওয়ার থাকলে ওয়াক্সিন তো করতেই হবে। তাই চটজলদি কাজ সারতে অনেকেই রেজার দিয়ে কাজ সেরে নেয়। কিন্তু এতে একদিকে যেমন সময় কম লাগে তেমন তিন-চার দিনের মধ্যেই আবার নতুন করে লোমকূপ থেকে লোম বেরোতে থাকে। এছাড়া রেজার দিয়ে লোম তুললে ত্বক খসখসে হয়ে যায়। তবে এই খসখসে ত্বককে নরম করার রইলো টোটকা।
১) রেজার ব্যবহার করলে ত্বক খসখসে হয়ে যায়। তাই রেজার ব্যবহারের পর ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। এটি ব্যবহার করার দশ মিনিট আগে লুফা দিয়ে ত্বকও পরিষ্কার করে ভালো করে গরম জলে স্নান করে নিতে হবে। এতে ত্বকের উপরে থাকা মৃত কোষগুলোও পরিষ্কার হয়ে যাবে।
২) আর রেজার ব্যবহারের সময় কোনোপ্রকার সাবান ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কোনো শেভিং ক্রিম ব্যবহার করা যেতে পারে। এছাড়া বডি ওয়াশ, শাওয়ার জেল বা কন্ডিশনার ব্যবহার করলেও সমস্যা নেই।
Sponsored Ads
Display Your Ads Here
৩) রোমের অভিমুখ যে দিকে প্রথমে তার ঠিক উল্টো দিকে রেজার টানতে হবে। এরপর আবার সোজা দিকে টানতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। ফলে ত্বক কোমল থাকবে। গরম জল একেবারেই দেওয়া যাবে না।
৪) যে সময় শেভিং করা শেষ হবে, তখন শরীরের যে অংশে রোম তোলা হচ্ছে, সেখানে ময়েশ্চারাইজার অথবা বডি অয়েল মেখে নেওয়া যেতে পারে। তাহলে ত্বকের শুষ্ক ও খসখসে ভাব এড়ানো সম্ভব হবে।
Sponsored Ads
Display Your Ads Here