নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ গতকাল বীরভূমে উত্তরপ্রদেশের একটি বেসরকারী বাসকে আটকে রাখা হয়। বাসে ষাট জন যাত্রী ছিলেন। এর মধ্যে অনেক মহিলা ও শিশুও ছিল। সারাদিন খাবার এমনকি জল অবধি দেওয়া হয়নি। বাসটিকে প্রায় দু’লক্ষ টাকা জরিমানা করা হয়। এদিকে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষুব্ধ যাত্রীরা আটকে থাকার পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
জানা গেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে যাত্রীরা বাসটি রিজার্ভ করে তারাপীঠ মন্দির এসেছিলেন। তারাপীঠে পুজো দিয়ে বাসটি দেওঘর যাচ্ছিল। কিন্তু মল্লারপুরের কাছে রাজ্য পরিবহণ দপ্তরের আধিকারিকরা বাসটিকে আটক করে পারমিট দেখতে চান। বাসের চালক পারমিট দেখালে পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পারমিটটি জাল ঘোষণা করেন। এরপর ১ লক্ষ ৯৪ হাজার ৪৪৫ টাকার জরিমানা করা হয়।
তবে টাকা দিতে না পারায় আধিকারিকরা যাত্রী সহ বাসটিকে দিনভর আটকে রেখে দেন। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তাদের দাবী, “পশ্চিমবঙ্গ সরকারের বৈধ পারমিট ছিল। তারপরও জোর করে বাসটিকে আটকে রাখা হয় এবং প্রায় দু’লক্ষ টাকা দাবী করা হয়। আর সারাদিন কোনো খাবার বা জলও দেওয়া হয়নি।” এলাকার বিজেপি কর্মীরা বিষয়টি জানতে পেরে প্রশাসনের সাথে আলোচনা করলেও প্রশাসনের তরফে বাসটিকে ছাড়তে রাজি হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই যাত্রীরা চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন। পরে মল্লারপুর থানার পুলিশ বাস যাত্রীদের সরিয়ে গভীর রাতে বাসটিকে ছেড়ে দেন। বিজেপির অভিযোগ, “বাংলার পরিযায়ী শ্রমিকদের যেমন ভিনরাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে, তার মতোই উত্তরপ্রদেশের গাড়ি দেখলেই ধরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনও সেই অনুযায়ী কাজ করছে।”