অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শহরের অন্যতম জনপ্রিয় ওয়াটার পার্ক নিকোপার্ক। সল্টলেক সেক্টর ফাইভের এই পার্কে প্রতিনিয়ত জমজমাট ভিড় থাকে। কিন্তু আজ এই নিকো পার্কে ওয়াটার রাইড করার সময় ১ জন যুবকের ডুবে মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়ে। মৃতের নাম রাহুল দাস। উল্টোডাঙার বাসিন্দা।
সূত্রের খবর, এদিন সাত জন কলেজ পড়ুয়ার একটি দল নিকোপার্কে এসেছিল। এদের মধ্যে তিন জন যুবতী ও চার জন যুবক ছিল। নিকো পার্কের ভিতরে ‘নায়গ্রা ফল’ নামে একটি প্রমোদস্থল রয়েছে। সেখানে ঝর্ণার জল পড়ে রাহুল জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিধাননগর দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে গোটা ঘটনা তদন্ত করে দেখছেন। এর আগে ২০১২ সালেও এখানে জয়রাইড দুর্ঘটনা ঘটেছিল। এবার এদিনের ঘটনায় নিকোপার্কের রক্ষণাবেক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও কর্তৃপক্ষের দাবী, ‘‘এই ঘটনার সাথে নিকো পার্কের কোনো গাফিলতি নেই। আচমকা ওই যুবক অজ্ঞান হয়ে যায়।’’
Sponsored Ads
Display Your Ads Here