অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ যোগ্য ‘শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। একদিকে যখন নবান্ন অভিযান ঘিরে গোটা শহর উত্তাল ঠিক তখনই নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচীব আন্দোলনকারীদের মধ্যে কুড়ি জন প্রতিনিধিকে নবান্নে ডেকে পাঠান। এই বার্তা অনুযায়ী চাকরীহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে থেকে কুড়ি জন নবান্নে যাবেন।
এদিন আন্দোলনকারীরা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে সরব হন। তাদের দাবী, “সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দেওয়া হোক আর বাকিদের পরীক্ষা নেওয়া হোক।” এই দাবী নিয়েই এদিন নবান্ন অভিযান চলে। হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটকের কাছে মিছিল ঢুকতেই পুলিশ বাধাপ্রদান করেন। আন্দোলনকারী চাকরীহারা শিক্ষকদের আটকে দেওয়া হয়। ফলে পুলিশের সাথে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়।
এরপরই মুখ্যসচীবের তরফে আন্দোলনকারীদের সাথে দেখা করার বার্তা দেওয়া হয়। এক জন চাকরীহারা আন্দোলনকারী জানান, “আমরা প্রাথমিকভাবে মুখ্যসচীবের সাথে দেখা করছি। তবে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবই। আমরা বলব, যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, তাহলেই সবার চাকরী বাঁচবে। বাকিরা পরীক্ষা দিক।”
Sponsored Ads
Display Your Ads Here