পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের চালতাবেড়িয়ার তৃণমূল নেতা রজ্জাক খাঁকে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় লক্ষ্য করে গুলি করা হয়। রজ্জাক খাঁ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন রজ্জাক খাঁ ভাঙড় থেকে বাড়ি ফেরার সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর রজ্জাক খাঁ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আর সেখানেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
শওকত মোল্লার এই ঘটনায় আইএসএফের দিকেই অভিযোগের আঙুল তোলেন। আর জানান, “রজ্জাক খাঁ তৃণমূলের পরপর দু’টি বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় তাকে গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয়েছে।” পাশাপাশি আইএসএফ বিধায়কের নাম নিয়ে বলেন, “নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলব, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here