নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল নদীয়ার গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরে বালক বিদ্যালয়ে কুকুরকে পিটিয়ে খুনের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেরানিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন প্রধান শিক্ষক গৌঢ় ভাওয়াল এবং কেরানি তারাপদ দাস। এই অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ঢুকে পড়া একটি অসুস্থ কুকুরকে ছাত্ররা লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। এরপর সামাজিক মাধ্যমে ওই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনা নিয়ে প্রাক্তন ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেন। পরে বিদ্যালয় থেকে জানা গিয়েছে, ওই কুকুরটি বিদ্যালয়ের এক জন ছাত্র ও দু’জন শিক্ষককে কামড়ায়। তবে গৌঢ়বাবু এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
যদিও এক জন পশু প্রেমিক প্রধান শিক্ষক এবং কেরানির বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করলে গতকালই পুলিশ গৌঢ়বাবু ও তারাপদবাবুকে গ্রেফতার করেন। অন্যদিকে, এই ঘটনা জানাজানি হতেই আজ কল্যাণীর একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একত্রিত হয়ে থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এদিকে, এদিন গৌঢ়বাবু এবং তারাপদবাবুকে কল্যাণী আদালতে পেশ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here