নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের ভদোদরায় প্রচণ্ড বৃষ্টিতে গম্ভীরা সেতু ভেঙে পাঁচটি গাড়ি মহিসাগর নদীতে পড়ে। এমনকি সেতু ভেঙে একটি ট্যাঙ্কার ঝুলতে থাকে। এই ঘটনায় এখনো অবধি ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর ৩ জন আহত হয়েছেন।
সূত্রের খবর, গম্ভীরা সেতুর বয়স পঁয়তাল্লিশ বছর। নিত্য এই সেতুর ওপর দিয়ে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। আজ সকালে আচমকাই সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে পাঁচটি গাড়ি হুড়মুড়িয়ে নদীতে পড়ে। আর দশ জন গাড়ির নীচে চাপা পড়েন। এছাড়া একটি ট্যাঙ্কার সেতুর ওই ভাঙা অংশের মুখে ঝুলছে। যেকোনো মুহূর্তে ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়তে পারে।
ইতিমধ্যেই ভদোদরা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। দমকলের বিশেষ মই উদ্ধারকার্যের জন্য ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে সাত জনের দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি উদ্ধার হওয়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর নদীতে আর কেউ ভেসে গিয়েছেন কিনা, সেই খোঁজেও তল্লাশি চলছে। কিন্তু সেতুটি ভেঙে পড়ল কিভাবে তা ইতিমধ্যেই প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সেতুটির স্বাস্থ্যের অবস্থা কেমন ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।