নিজস্ব সংবাদদাতাঃ মিজোরামঃ মায়ানমার থেকে পালিয়ে ভারতের মিজোরামে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছেন। ক্রমশ বাড়ছে আশ্রয়প্রার্থীর সংখ্যা। মিজোরাম সরকারের এক আধিকারিক জানান, “গত ২ রা জুলাই থেকে এখনো অবধি প্রায় চার হাজার মানুষ মায়ানমার থেকে পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছেন।” রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙা বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে বলেন, “সংখ্যাটা চার হাজার নয়, তিন হাজার।”
আন্তর্জাতিক সীমান্তের এক দিকে ভারতের মিজোরাম রাজ্য। আর অপর দিকে মায়ানমারের চীন প্রদেশ রয়েছে। এক সময় চীনের পরিচালনাধীন দুই সশস্ত্র গোষ্ঠী অর্থাৎ চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরচম মায়ানমারের সামরিক শাসনের (জুন্টা) বিরুদ্ধে হাত মিলিয়ে লড়াই করেছিল।
কিন্তু সম্প্রতি চীন প্রদেশে প্রভাব বিস্তার এবং ক্ষমতা দখল নিয়ে চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালনগোরচমের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের মাঝে পড়ে চীন প্রদেশের বহু মানুষ ভারতের মিজোরামে ঢুকে পড়তে শুরু করেছেন। গত ২ রা জুলাই থেকে এই প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কে সাপডাঙা এই প্রসঙ্গে বলেছেন, “আমরা এই সংঘাতকে নিয়ন্ত্রণ করতে পারব না। মানুষ এখানে আসছেন। তাই মানবিকতার খাতিরে আমরা তাঁদের পানীয় জল, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের চম্পাই জেলার জোখাওথার ও সইখুমপাই গ্রাম দু’টিতেই সবচেয়ে বেশী মানুষ আশ্রয় নিয়েছেন। রাজ্য প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। তবে মায়ানমার সরকার এই বিষয়ে মুখ খুলতে চায়নি।