নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরেন্দ্র চক এলাকায় দ্বারকেশ্বর নদে নৌকাডুবির সময় প্রাণ বাঁচাতে একসঙ্গে দশ থেকে বারো জন পড়ুয়া উত্তাল নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে অনবরত বৃষ্টি হচ্ছে। তাই বর্ষার জল পেয়ে দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণের মতো বৃষ্টির জলে পুষ্ট নদীগুলি ফুলে ফেঁপে উঠছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রায় বারো জন পড়ুয়া নৌকায় করে নদী পার হয়ে বিদ্যালয় যাচ্ছিল। কিন্তু নৌকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকায় জল ঢুকতে শুরু করে। হঠাৎ এই পরিস্থিতিতে পড়ুয়ারা আতঙ্কে চিৎকার করতে থাকে। এরপর প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনার পর সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে দ্রুত নদীতে নেমে পড়ুয়াদের উদ্ধার করেন।

সৌভাগ্যবশত বড়োসড়ো বিপদ ঘটেনি। তবে পাঁচ জন ছাত্র-ছাত্রীকে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার খবর পাওয়ার পর তৎক্ষণাৎ খানাকুলের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীরা দাবী জানান, “প্রতিদিনের ঝুঁকি এড়াতে পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের জন্য একটি কংক্রিটের সেতু নির্মাণ জরুরী।” প্রসঙ্গত, এর আগেও খানাকুলের রূপনারায়ণ নদীতে একই ঘটনা ঘটে। ওই সময় এলাকাবাসীরাই ডুবন্তদের উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here












