অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আরপিএফ ও যাত্রীদের মধ্যে বচসার জেরে দমদম স্টেশনে ধুন্ধুমার কাণ্ড ঘটে। এর জেরে এক জন যাত্রীর পা লাইনে পড়ে কাটা গেল ও এক জন আরপিএফ কর্মীর মাথা ফাটলো। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দমদম স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে শোরগোল ছড়িয়ে পড়ে। আহতরা হলেন ২৮ বছর বয়সী মহিলা আরপিএফ কর্মী করুণা কুমারী এবং ৫৮ বছর বয়সী জগদীশচন্দ্র সরকার।
জানা গেছে, এদিন সকালবেলা যখন দু’নম্বর প্লাটফর্মে ডাউন ব্যারাকপুর লোকাল ঢুকছিল তখন কিছু যাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। এরপর কিছু আরপিএফ কর্মী সেখানে গিয়ে অশান্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আর এই অশান্তকর পরিস্থিতির মধ্যেই এক জন যাত্রী এবং এক জন আরপিএফ কর্মী রেল লাইনে পড়ে যান। তারপর ট্রেন কার্যত তাদের উপর দিয়েই চলে যায়।
এই দৃশ্য দেখে স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরা রীতিমতো শিউরে ওঠেন। এই ঘটনায় কারোর মৃত্যু না ঘটলেও জগদীশচন্দ্র সরকার নামে এক জন যাত্রীর পা কাটা গিয়েছে। আর আরপিএফ কর্মী করুণা কুমারীর মাথা ফেটে গিয়েছে। আপাতত দু’জনেই আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here