নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার পলাশী মীরা কদমতলা এলাকায় এক জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চোর চুরি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ায় ধারালো অস্ত্রের কোপে সমগ্র পরিবার রক্তাক্ত হলো। তবে চোর চুরি করে পালাতে গিয়ে রক্তে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। আর তখনই প্রতিবেশীরা ধরে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ বৈদ্যের বাড়িতে চোর চুরি করতে ঢোকে। ওই সময় নরেশবাবু ও তার ছেলে বাড়িতে উপস্থিত ছিলেন। তারা বাড়ির ভেতর শব্দ পেয়ে চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ধস্তাধস্তি শুরু হয়। আর তখনই অভিযুক্ত নরেশবাবু এবং তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালানোর চেষ্টা করেন। কিন্তু রক্তে পা পিছলে যায়। ওই সময় চোর নিজেও আঘাত পায়। এদিকে, নরেশবাবু ও তার ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
অন্যদিকে, চিৎকার-চেঁচামেচির শুনতে পেয়ে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পাশাপাশি মীরা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে চোর সহ আহত নরেশবাবু এবং তার ছেলেকে উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই প্রাথমিক চিকিৎসা শুরু হয়। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরকে আগে বহরমপুরে নিয়ে যাওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here