Indian Prime Time
True News only ....

ঝড়ে গাছের নীচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ১ মহিলার

চয়ন রায়ঃ কলকাতাঃ কালবৈশাখীর তাণ্ডবে আজ বেহালা ইউনিট পার্কে সিএসসির তারে গাছ পড়ে ১ জন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতার নাম মিনা ঘোষ। বয়স আনুমানিক ৪৫ বছর। জানা যায়, দোকান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় গাছটি ভেঙে পড়ে সিএসসি তার নিয়ে। ঘটনাস্থলেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার।

পথ চলতি আরেক যুবকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় মানুষজন তাঁকে কোনওরকমে উদ্ধার করে বুকে পাম্প করে প্রাণে বাঁচায়। জখম ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি।

এই ঘটনার পর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কিন্তু ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সিএসসি-র লোক আশায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। এলাকায় উত্তেজনা। অন্যদিকে, কালবৈশাখীর ঝড়ে যাদবপুর ইউনিভার্সিটির সামনেও গাছ পড়েছে। রেলিং ভেঙে গিয়েছে। যার জেরে রাস্তার একটা লেন বন্ধ। যানচলাচল একটা লেন দিয়ে করানো হচ্ছে। বিদ্যুতের খুঁটিও ভেঙে গিয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.