Indian Prime Time
True News only ....

চলন্ত অবস্থাতেই দু’ভাগ হয়ে গেল ফলকনুমা এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ চলন্ত অবস্থাতেই কাপলিং ছিঁড়ে দু’ভাগ হয়ে গেল হাওড়া শালিমার থেকে হায়দরাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রের খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দু’টি এসি কামরার মাঝে কাপলিং ভেঙে যায় চলন্ত অবস্থাতেই। তার জেরে ট্রেনটি দু’ভাগ হয়ে যায়। কিছু কামরা ইঞ্জিনের সঙ্গে এগিয়ে যায়। শেষের দিকে কামরাগুলি আলাদা হয়ে ইঞ্জিন ছাড়াই রেললাইনের বেশ কিছু দূর এগিয়ে যায়। কিছু একটা ঘটেছে আঁচ করতে পেরেই চালক ট্রেনটিকে থামান। তত ক্ষণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কামরাগুলি থেকে ট্রেনের সামনের দিকে অংশ অনেকটাই এগিয়ে গিয়েছিল।

এক যাত্রী জানিয়েছেন, হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করেন। তার পর দেখেন যে, ট্রেনটির গতি কমে যাচ্ছে। তখনও ট্রেনের যাত্রীরা বুঝে উঠতে পারেননি কী ঘটে গিয়েছে। ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা নামতেই চমকে ওঠেন। দেখেন, ট্রেনের কিছু কামরা এগিয়ে গিয়েছে ইঞ্জিনের সঙ্গে। পিছনের দিকে কামরাগুলি ট্রেনের সামনের দিকের কামরাগুলি থেকে বিচ্ছিন্ন। এই ঘটনা জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও রেল সূত্রে দাবি করা হয়েছে, এই ঘটনার জেরে কেউ হতাহত হননি। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারেরা। মেরামত করার পর আবার ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে ব্রহ্মপুর-বিশাখাপত্তনম রেলপথে বেশ কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে এই ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখছে রেল।

Get real time updates directly on you device, subscribe now.