অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সল্টলেকের জিডি আইল্যান্ড থেকে এফই ব্লকের কাছে চারচাকা গাড়ির তলায় পিষে ১ জন অ্যাপ ক্যাব বাইক চালকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম আইআজ হোসেন ও অভিযুক্ত এফই ব্লকের বাসিন্দা তথা চারচাকা গাড়ির মালিক পীযূষ আগরওয়াল। জানা গিয়েছে, এদিন রাস্তার মধ্যে আইআজ এবং পীযূষের বচসা শুরু হয়। এরপর বচসা মিটে গেলে বাইক চালক খাল ধার ধরে বারো নম্বর ট্যাঙ্কের দিকে বেরিয়ে যেতেই চারচাকার গাড়িটি ধাওয়া করে বলে অভিযোগ ওঠে।
এরপর আইআজ, পীযূষকে গাড়ি নিয়ে আসতে দেখে দ্রুত গতিতে বাইক চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর রাস্তা খারাপ হওয়ার জন্য বাইক থেকে পড়ে যায়। আর ওই সময় পীযূষের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইআজকে পিষে মেরে দেয়। এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার চাকার গাড়ির চালককে ঘিরে ধরে মারধর করেন। অপরদিকে বাইক চালককে নিয়ে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নীলরতন সরকার মেডিকেল হাসপাতালে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পর দক্ষিণ বিধান নগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে পীযূষকে গাড়ি সহ গ্রেফতার করে। আর পীযূষের বিরুদ্ধে ১০৬(১) অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here