নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাট থানার অন্তর্গত রামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই খুনের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি গোপাল দেকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। মৃতার নাম নীলা সিংহ রায়। বয়স ৬৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়, সাতদিন থেকে নীলা সিংহের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন রামপুর বাজার লাগোয়া বাড়ি থেকে চারশো মিটার দূরে বাঁশঝাড় থেকে তার পচাগলা দেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, “গোপালবাবু জনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যবসায়ীকে একটি জমি বিক্রি থেকে বাধা দিচ্ছিলেন। তা নিয়ে দু’জনের মধ্যে বিবাদও ছিল। সেই ঝামেলা মেটাতে ব্যবসায়ীর থেকে এক লক্ষ টাকা দাবীও করা হয়। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। যে টাকা চাওয়া হয়েছিল তা না দেওয়াতেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
তবে গোপালবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায়, “তাঁর রাজনৈতিক ব্যক্তিত্বকে কালিমালিপ্ত করার জন্যই এসব মিথ্যা কথা বলা হচ্ছে। তদন্ত হোক, তাহলেই সত্যি বেরিয়ে আসবে।” এদিকে, বক্সিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আনে। আর ইতিমধ্যে খুনের ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here