নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ উচ্চ মাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা চলাকালীন পুরুলিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষকরা আগুনের ধোঁয়া দেখতে পান। এরপর সাথে সাথে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এলেও আগুনকে নিয়ন্ত্রণ করতে না পারায় পরে আরেকটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করেন।

- Sponsored -
জানা যায়, বিদ্যালয়ের পেছনের দিকে বেশ কিছুটা জায়গা রয়েছে, সেখানে গাছের শুকনো পাতা এবং গাছের শুকনো কাঠ পড়ে ছিল। সেই শুকনো পাতায় আগুন লাগতেই দ্রুততার সাথে বেশ কিছুটা জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। যদিও, এই আগুন লাগার ফলে পরীক্ষার্থীদের পরীক্ষায় কোনো প্রভাব পড়েনি। পরীক্ষার্থীরা নিজেদের মতো পরীক্ষা দিয়েছে।