নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ফুলবাড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাই দীঘি গ্রামের ক্যানেল পাড়ে রাস্তার পাশে পড়ে থাকা একটি লাল রঙের প্যাকেট থেকে একটি দেশি কাট্টা ও চার রাউন্ড বুলেট উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় হাঁটতে থাকা এক জন মহিলা ওই প্যাকেট পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ওই প্যাকেটটি খুলতেই রীতিমতো হকচকিয়ে ওঠেন। এরপর শিলিগুড়ি পুলিশ কমিশনারের অধীনে থাকা নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই পরিত্যক্ত প্যাকেট থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং বুলেট গুলি উদ্ধার করেন।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাসিন্দাদের অভিযোগ, “এলাকায় প্রচুর বাইরের মানুষ আসেন। নিত্যদিন চুরি রাহাজানি হয়। মঙ্গলবার বন্দুক উদ্ধার হয়েছে। পুলিশ উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক।” স্থানীয় পঞ্চায়েত সদস্য সামসুল হক বলেন, “আজ এখানে একটা বন্দুক পাওয়া গিয়েছে। ওটা মনে হয় পাইপগান। তার সাথে চারটে গুলি। একজন মহিলা আসছিল। তিনিই প্রথম দেখেছেন। এলাকাবাসী খুবই ভয়ে সিঁটিয়ে রয়েছে।”