অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসুকে হেনস্থার প্রতিবাদে আজ সন্ধ্যেবেলা তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ সহ কর্মী-সমর্থকরা সুকান্ত সেতু থেকে মিছিল বের করেন। আর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ওই মিছিল থেকে শিক্ষামন্ত্রীর উপর হামলার অভিযোগ তুলে সরব হন। এমনকি সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেন।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ওই সভায় ব্রাত্য বসু যোগ দিতে আসতেই তাঁর গাড়ির কাচ ভাঙা হয়। অন্যদিকে, ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় এক জন ছাত্র গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ ওঠে। এদিকে, এই ঘটনার পর ব্রাত্য বসু এসএসকেএম হাসপাতালে যান। এরপরই অরূপ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল সুকান্ত সেতু থেকে মিছিল শুরু করেন। এই মিছিলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল নেতা অরূপ রায় সহ তৃণমূল কর্মী-সমর্থকরা যোগ দেন।

- Sponsored -
অরূপ বিশ্বাস এই ঘটনা প্রসঙ্গে জানান, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ গণতন্ত্র বলে কিছু নেই। যারা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেয়, অধ্যাপকদের গায়ে হাত দেয়, তাদের আমরা ছাত্র বলে মনে করি না। আজ শুধু শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা হয়নি। শিক্ষামন্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এরা নিজেদের কি করে ছাত্র বলে দাবী করে, যারা গণতন্ত্র মানে না। এরা তৃণমূলকে ভয় পায়। আর আমাদের একজন ছাত্র আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা এখন গুরুতর।” পাশাপাশি বাম সংগঠনের এক জন ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে জখম হয়েছে বলে অভিযোগ উঠলে সেই বিষয়ে বলেন, “ওসব বাজে কথা। ওরা মিথ্যা কথা বলছে।”