চয়ন রায়ঃ কলকাতাঃ ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বগ্রাফ। আর এবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসেই বাংলায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে। এবারও তাপপ্রবাহের দৌরাত্ম্য বেশী হওয়ার আশঙ্কা। তবে পশ্চিমের জেলাগুলিতেই এই তাপপ্রবাহের আশঙ্কা সবচেয়ে বেশী।
আর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই তিন ডিগ্রী থেকে চার ডিগ্রী সেলসিয়াস অবধি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিন সকালবেলা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ শতাংশ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

- Sponsored -
পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশী হতে পারে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে।