নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের পরই মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে খুনের উদ্দেশ্য তাঁর গাড়িকে ধাক্কা মারা হয়েছিল। এরপর সাবিত্রী মিত্র অভিযোগ করেছিলেন, “তাঁকে দলেরই কেউ সরিয়ে দিতে চাইছে।” এই ঘটনার পর ফের একবার হামলা হলো। তবে এবার পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পুরাতন মালদা ব্লক গেটের সামনে সাবিত্রী মিত্রর গাড়ির চালক ধারালো অস্ত্রের কোপে আক্রান্তের শিকার। আহত ব্যক্তির নাম অনুপ সাহা।
জানা যায়, অনুপবাবু বিয়েবাড়ি থেকে ফেরার পথে আচমকা কয়েক জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় পেছন থেকে এসে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। আহত অনুপবাবু জানান, “আমার সাথে কারোর শত্রুতা নেই। এই ঘটনা ঘটলো কেন? আমি বলতে পারব না।” সাবিত্রী মিত্র এই প্রসঙ্গে বলেন, “কালকে ও ডিউটি করতে আসেনি। পুলিশ তদন্ত করে দেখুক। অনুপও আমায় নিজে কিছু বলেনি। ওর স্ত্রীর সাথে কথা হয়েছে।” ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় ভোলা ও পবন ঘোষ নামে স্থানীয় দু’জনকে গ্রেফতার করেছে। তবে পর পর এই ধরণের ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here