নিজস্ব সংবাদদাতাঃ কলকাতাঃ প্রথমে প্রতারণা। পরে লুঠপাট। গত ২৪ ঘণ্টায় বঙ্গে দুষ্কৃতীদের জালিয়াতির টার্গেট যেন শুধুই এটিএম হয়ে উঠেছে। গতকাল রাতেরবেলা দক্ষিণ কলকাতার এক জন ব্যক্তি কিশোর ভারতী স্টেডিয়ামের নিকটবর্তী একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সমস্ত জমানো টাকা খোয়ালেন। মেশিনে কার্ড ঢোকাতেই কার্ডটি লক হয়ে গিয়ে কয়েক মিনিটে টাকা উধাও।
এদিকে আজ ভোররাতে হাওড়ার আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুঠের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা এটিএম মেশিনটিকে গ্যাস কাটার দিয়ে ফালি ফালি করে কেটে টাকা নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে এটিএম মেশিনে আগুনও ধরে যায়। এছাড়া দুষ্কৃতীরা মেশিনের একটি অংশকে ভেঙে রাস্তার মাঝেই ফেলে রেখে চলে যায়। এমনকি এটিএমের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাও ভাঙা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সকালবেলা পথ চলতি লোকজন রাস্তার মাঝে পড়ে থাকা এটিএমের ভাঙা অংশটি দেখতে পেয়ে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশকে খবর দেন। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীদের একটি গাড়ি আটক করেছে। কিন্তু ঠিক কত টাকা চুরি হয়েছে, তা জানা সম্ভব হয়নি। ব্যাঙ্কের আধিকারিকরা এলেই তা জানা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্য়ে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে ঘটনার সময় এটিএম কাউন্টারে কোনো নিরাপত্তারক্ষীও ছিল না বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here