চয়ন রায়ঃ কলকাতাঃ সকাল সকাল বিদ্যালয়ে আসতেই দুর্ঘটনার শিকার পড়ুয়ারা। আজ দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে পড়ুয়ারা ঢুকতে গিয়ে মাথার ওপর আস্ত কাচের প্যানেল ভেঙে গিয়ে ৩ জন পড়ুয়া আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায়।
বিদ্যালয় সূত্রে খবর, এদিন যখন পড়ুয়ারা বিদ্যালয়ে প্রবেশ করছে, তখন চারতলার ওপর থেকে ফ্রেম সহ একটি আস্ত কাচের প্যানেল নীচে ভেঙে পড়ে। আর তাতেই ওই পড়ুয়ারা আহত হয়। একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য জনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের এক জনের মাথায় চল্লিশটি স্টিচ পড়েছে। এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অভিভাবকদের অভিযোগ, “প্রতি বছর বিদ্যালয় রক্ষণাবেক্ষণের জন্য টাকা নেওয়া হলেও ঠিক মতো কাজ হয় না। বিদ্যালয়ের কোনো পরিষেবাই ভালো নয়। অ্যাম্বুলেন্স অবধি পাওয়া যায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটা রাস্তাতেও হতে পারত।” এমনকি প্রিন্সিপালও অভিভাবকদের সঙ্গে দেখা করেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের দোষারোপ করলে অভিভাবকরা পাল্টা জানান, “দুর্ঘটনার সময় বিদ্যালয় প্রার্থনা চলছিল। আর চারতলার ওপরে কোনো পড়ুয়া ছিল না।” কিন্তু তাও বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের ভুলের কথা বলায় তা নিয়ে প্রশ্ন উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here