নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের অন্নছত্রে কাজ করার সময় আচমকা আলু কাটার যন্ত্রে ওড়না আটকে ১ জন মহিলার মৃত্যু হয়। মৃতের নাম রজনী ক্ষত্রি। বয়স ৩০ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়।
সূত্রের খবর, মহাকালেশ্বর মন্দির থেকে পাঁচশো মিটার দূরে অন্নছত্রে এই ঘটনা ঘটেছে। ওই অন্নছত্রেই ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। কিন্তু এদিন রজনী সব্জি কাটার সময় তার ওড়না আলুর যন্ত্রে জড়িয়ে গলায় পেঁচিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছিল। নিরাপত্তারক্ষীরা বিষয়টি জানতে পেরে মন্দির কর্তৃপক্ষকে খবর দিলে দ্রুত কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান।
এরপর রজনীকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুর্ঘটনার কারণ জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।