নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল রাতে কোচবিহারের তুফানগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি করে ফেরার পথে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুড়ার পার এলাকায় নয়ানজুলিতে পড়ে একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। গাড়িতে দুই শিশু সহ স্বামী-স্ত্রী ছিলেন। মৃতরা হলো ২ বছর বয়সী ইভান রায়, ৫ বছর বয়সী ইসাশ্রী রায়, ২৫ বছর বয়সী সঞ্জিত রায় ও ৩৩ বছর বয়সী বিপাশা সরকার। বাড়ি বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাউয়ারডেরা এলাকায়।
জানা গেছে, সঞ্জিত এবং বিপাশা নাটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিন মাস আগেই নতুন গাড়ি কিনেছিল। ঘটনার দিন বিয়ের অনুষ্ঠান থেকে সঞ্জিত গাড়ি নিয়ে ফেরার পথে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। এরপর এলাকাবাসীরা ছুটে এসে বাঁচানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। দুই শিশু সহ চার জনেরই মৃত্যু হয়েছে। পুন্ডিবাড়ি থানার পুলিশখবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে পাঠিয়েছে। আর গাড়িটিও উদ্ধার করে নিয়ে গিয়েছে। আপাতত পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।