মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়ার কামারহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে স্ত্রীকে রাস্তার মধ্যে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, ওই মহিলা আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে আর্য্যনগরে অনুপমা রোডে আসতেই তার স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে দেন আগুন ধরিয়ে দেন। সাথে আরো দু’জন বন্ধু ছিলেন। বাসিন্দারা ওই মহিলার চিৎকার শুনতেই ছুটে গিয়ে দেখেন, ততক্ষণে ওই মহিলার শরীরের বেশীরভাগ অংশই পুড়ে যায়। এছাড়া বেলঘরিয়া থানার পুলিশকেও খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রথমে ওই মহিলাকে বেসরকারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা বেশ আশঙ্কাজনক। এদিকে, অভিযুক্ত স্বামী এবং তার বন্ধুরা পালিয়ে যাওয়ায় পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।