নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুর থানার বদরপুর এলাকায় নাবালক শ্যালককে অপহরণ করে মুক্তিপণের দাবীর অভিযোগ উঠেছে জামাইবাবুর বিরুদ্ধে। তবে পুলিশের তৎপরতায় অচেতন অবস্থায় নাবালককে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। ধৃত জামাইবাবুর নাম নকুল গোয়েল।
জানা গিয়েছে, সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ ওই নাবালক অর্ডার করা খাবার বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর প্রায় এক ঘণ্টা পর নকুলবাবু ওই নাবালকের পরিবারকে মুক্তিপণ চেয়ে একটি ভিডিয়ো বার্তা দেয়। তারপর তাদের বহরমপুর বাস স্ট্যান্ড সমন্বয় এলাকায় আসতে বলা হয়। এদিকে নাবালকের পরিবারের সদস্যরা বহরমপুর থানায় খবর দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ওই পরিবারের সদস্যরা কথামতো বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যা্ন। পাশাপাশি, পুলিশের যৌথ তৎপরতায় বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ওই নাবালককে অচেতন অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আর নকুলবাবুকেও গ্রেফতার করা হয়। কিন্তু অপহরণ করেছিল কি কারণে? এতো টাকার প্রয়োজন ছিল কেন? তা জানতে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আর এই ঘটনার পিছনে পারিবারিক কোনো শত্রুতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here