নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের জবলপুরে দীপাবলির দিন মদ-মাংস কেনার টাকা নিয়ে বচসা শুরু হতেই শেষমেশ ভাগ্নের হাতে মামা খুন হলো। মৃত যুবকের নাম মনোজ ঠাকুর। বয়স ২৬ বছর। বাড়ি জবলপুরের দেউরি তাপারিয়া গ্রামে।
জানা গেছে, ঘটনার দিন সকালবেলা মনোজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। এরপর বাড়ির অদূরেই একটি ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশকে এই বিষয় খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে আসে, শেষবার মনোজকে ১৯ বছর বয়সী ভাগ্নের সঙ্গে চারগাওয়ান বাজার চত্বরে দেখা গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর ভাগ্নেকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, বাজার থেকে মদ ও মুরগীর মাংস কিনেছিল। পরে মদ এবং মাংস কেনার টাকা নিয়ে বচসা হতেই ক্রমে তা হাতাহাতির আকার নেয়। তখনই আচমকা ওই তরুণ রাগের মাথায় মনোজকে খুন করে। পুলিশ গোটা বিষয়টি জানতেই ধৃত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় মামলা দায়ের করেছে। যদিও এই খুনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here