নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ এবার মালদার হবিবপুরে মুমূর্ষ রোগীকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকা তো দূরের কথা গাড়ি এমনকি টোটো অবধি ঢোকে না। গত বছরেই মালদার বামোনগোলার প্রত্যন্ত গ্রামে এভাবেই খাটিয়া করে মামনী রায় নামে এক জন গৃহবধূকে নিয়ে যেতে গিয়ে মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের মিস্তর পাড়া গ্রামের বাসিন্দা কানু হেমব্রম হঠাৎই অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টোটোওয়ালাকে ফোন করা হলে রাস্তার বেহাল অবস্থার কারণে কেউ ওই গ্রামে যেতে রাজি হয়নি। এরপর উপায় না দেখে পরিবারের সদস্যরা কানুবাবুকে খাটিয়া করে চিকিৎসকের কাছে নিয়ে যান। আর এই ছবি নেটমাধ্যমেও ভাইরাল হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের অভিযোগ, “কোনোদিনই এই এলাকায় রাস্তা হয়নি। তাই এলাকার যাতায়াতের একমাত্র পথ বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে যা আরো খারাপ হয়ে যায়। ওই কারণে গ্রামে অ্যাম্বুলেন্স তো দূর অস্ত টোটো ঢোকে না। তাই রোগীদের খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। বারবার বিভিন্ন জন প্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। গ্রাম প্রধান এই বিষয় জানান, “আমি জানতে পেরেছি সদস্যের মাধ্যমে রাস্তা খারাপ। রাস্তার জন্য যা করার সব চেষ্টা করছি। তবে খাটিয়া করে রোগী নিয়ে যেতে হচ্ছে এটা দুঃখজনক ঘটনা। চেষ্টা করছি দ্রুত যাতে রাস্তাটা করা যায়।”
Sponsored Ads
Display Your Ads Here