Indian Prime Time
True News only ....

যোগী রাজ্যে নেকড়ের হানায় ইতিমধ্যে প্রাণ হারালো ৯ জন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বহরাইচ রাজ্যে মানুষখেকো নেকড়েদের আতঙ্কে মানুষ রীতিমতো জড়োসড়ো। দিন হোক বা রাত, চোখের পলক বুজছেই না। আর গতকাল রাতেরবেলা নেকড়ের হানায় ২ বছর বয়সী ১ জন শিশুর মৃত্যু হয়। ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মৃতের নাম অঞ্জলি। আর আহতরা হলো অঞ্চল, কমলা দেবী এবং ৭ বছর বয়সী পরশ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রাতভর বন দপ্তর নেকবহরাইচে পাহারা দিচ্ছে। এছাড়া নেকড়ে ধরার জন্য ফাঁদ পেতেও কোনো লাভ হচ্ছে না। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলা দেবী চিকিৎসাধীন অবস্থায় জানান, ‘‘রাতেরবেলা শৌচাগার থেকে বেরোনোর পর পিছন থেকে নেকড়ে আক্রমণ করে ঘাড়ে ও কানে আঁচড় দেয়। আমার প্রচণ্ড চিৎকারে নেকড়েটি পালিয়ে যায়।’’ আক্রান্ত মহিলার পুত্র বলেন, ‘‘বাড়ির একটি দরজা ভালো করে বন্ধ না থাকায় নেকড়ে ওই দরজা ঠেলে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পর পর হামলার পর রাজ্যের বন দপ্তর এই মানুষখেকো নেকড়ে ধরতে অপারেশন ভেড়িয়া’ অভিযান চালু করে। প্রথম দিকে এই সমস্ত হামলার নেপথ্যে কতগুলি নেকড়ে রয়েছে, তা স্পষ্ট ছিল না। তবে সাধারণ মানুষের বর্ণনার উপর নির্ভর করে বন দপ্তর অভিযান শুরু করেছিল। এরপর ধীরে ধীরে জানা যায়, ছ’টি নেকড়ের দল তাণ্ডব চালাচ্ছে। তারপর নানা কৌশলে ফাঁদ পেতে চারটি নেকড়ে ধরা হয়। বাকি দু’টিকে খুঁজতে ড্রোনের ব্যবহারও করা হচ্ছে।’’

আবার বহরাইচের জেলাশাসক মনিকা রানি এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমাদের দল এলাকায় অনবরত টহল দিচ্ছে। নেকড়ে দু’টিকে যত দ্রুত সম্ভব ধরে ফেলার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে।’’ উল্লেখ্য, গত দেড় মাস ধরে রাজ্যের এই জেলায় নেকড়ের হানা চলছে। এই অবধি নেকড়ের হানায় মোট ন’জনের মৃত্যু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored