নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রাজাপুর থানা এলাকার একটি সরকারী বিদ্যালয়ে পড়ুয়াদের সামনেই দুই শিক্ষক-শিক্ষিকার হাতাহাতি কাণ্ড ঘটে গেল। দুই শিক্ষক ওই প্রাথমিক বিদ্যালয়েই সহকারী শিক্ষক হিসাবে কাজ করেন। পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, এক জন শিক্ষিকা শ্রেণীকক্ষে পড়ুয়াদের নিয়ে রিল বানাচ্ছিলেন। এই বিষয়টি দেখে পুরুষ সহকর্মী এসে প্রতিবাদ শুরু করতেই বচসা শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর এই বাগ্বিতণ্ডা হাতাহাতি পর্যায় চলে যায়। এরপর তারা বিদ্যালয় প্রাঙ্গণেই একে অপরকে চড়-চাপড় মারতে শুরু করে দেন। সম্প্রতি এই ভিডিয়োটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে। পাশাপাশি সরকারী বিদ্যালয়ের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে।