নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। বছরের অন্যান্য সময়ের চেয়ে শ্রাবণ মাসে ভিড় বেশী থাকে। গতকাল রাতে মন্দিরে শিবপুজো উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে প্রায় ৭ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, পুজো উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তবে অভিযোগ ওঠে, “মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো ছিল না। অনেকে ভলান্টিয়ার হিসাবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তাড়া দেন। এমনকি লাঠিও চালান। এরপরেই মন্দির থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আর তারপর এই দুর্ঘটনা ঘটে।” এখনো অবধি এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। আর ত্রিশ জনের বেশী আহত হয়েছে।
পুলিশ ও জেলাশাসক খবর পেয়ে ঘটনাস্থলে আসলে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজ সকালবেলা মৃত এবং আহতদের পরিজনেরা মন্দির চত্বরে জড়ো হন। তাও সব মৃতদেহগুলি শনাক্ত করা যায়নি। আপাতত মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আহতদের জেহনাবাদ ও মাখদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা ঘটেছে কিভাবে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।