পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও আজ সকালবেলা ১০ টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে নিত্যযাত্রীদের একাংশ রেল অবরোধ শুরু করেন। এর জেরে রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় অনেকে ১০টা ৩০ মিনিট নাগাদ জিআরপি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর প্রায় আধ ঘণ্টা পরে অবরোধ উঠে যায়। আর ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
অবরোধকারীদের একাংশ জানান, ‘‘দেরীতে ট্রেন চলা ও একের পর এক রেল দুর্ঘটনার প্রতিবাদে প্রতীকী অবরোধ করা হয়। মানুষ এখন ট্রেনে উঠতে ভয় পায়। অন্য দিকে, দেরীতে ট্রেন চলায় যাত্রীরা পথে-ঘাটে বেরিয়ে সমস্যার মুখে পড়ছেন। স্টেশন কর্তৃপক্ষকে বার বার অসুবিধার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এই প্রতীকী প্রতিবাদ।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, অবরোধের পরেই রেলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘কোনোরকম যৌক্তিক কারণ ছাড়াই কিছু মানুষ সকালের ব্যস্ত সময়ে ট্রেন অবরোধ করছেন। ফলে অন্য যাত্রীদের সমস্যা হচ্ছে। আর ট্রেন দেরীতে চলছে না। সব ট্রেনই নির্ধারিত সময় মেনে চলছে।’ এদিকে, গতকাল ডায়মন্ড হারবার ছাড়াও শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here

