মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ একে বৃষ্টি এর মধ্যে আবার ট্রেন পরিষেবাও ব্যাহত। সব মিলিয়ে আজ বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন যাত্রীদের নাজেহাল অবস্থা। জানা গেছে, এদিন সকাল থেকে শিয়ালদহ ডিভিশনের এই শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। সকালবেলা ৭টা ৩০ মিনিটের পর বনগাঁ স্টেশন থেকে আর কোনো ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়নি।
রেলের তরফে জানানো হয়েছে, “সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই বিপত্তি ঘটেছে। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করা হবে।” অতএব সাড়ে ৭টার পর ডাউন লাইনে কোনো লোকাল ট্রেন না যাওয়ায় নিত্য যাত্রীদের অত্যন্ত দুর্ভোগের শিকার হতে হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code