অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এখনো বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। এর প্রভাবে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছে। আর তাই আবহাওয়া দপ্তরের তরফে মৎস্যজীবীদের ২৪ ঘণ্টার জন্য সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার। আবার কখনো কখনো দমকা হাওয়ার বেগ ষাট কিলোমিটার অবধি পৌঁছে যাচ্ছে। এমনকি আরো ছত্রিশ ঘণ্টা সমুদ্রের উপরে এই ধরণের আবহাওয়া থাকতে পারে। আর স্থলভাগের উপরেও নিম্নচাপের প্রভাব পড়বে।
গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে। অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকছে। কখনো ঝেঁপে বৃষ্টি নামছে, কখনো আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়া রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার-মঙ্গলবার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রী বেশী। আর গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রী কম।