অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্য সরকার বানতলা চর্মনগরীতে নতুন করে আরো দশ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বানতলা চর্মনগরীর ব্যবসায়ীদের বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যসচীব তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই বিনিয়োগের ঘোষণা করেন। এদিনের বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় সহ কাউন্সিল অফ লেদার এক্সপোর্টের চেয়ারম্যান রমেশ জুনেজা, লেদার গুডস পার্কের প্রতিনিধি হিসাবে ছিলেন তপন নন্দীও উপস্থিত ছিলেন।
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘১১৫০ একর জমির ওপর গড়ে ওঠা লেদার কমপ্লেক্সে পাঁচশোটি ট্যানারি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসাবে কাজ করছে। পঁচিশ হাজার কোটি টাকার বিনিয়োগ চলে এসেছে। ইতিমধ্যেই পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরো এখানে ১৮৭টি ট্যানারি ও ১৩৯টি ফুটঅয়্যার ইউনিট আসছে। ফলে আরো দশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এই বিনিয়োগের কারণে আরো আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এর জেরে মোট সাড়ে সাত লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে।’’
নতুন এই বিনিয়োগের পথ সুগম করতে পরিকাঠামো উন্নয়নে এখনো অবধি ১৯০০ কোটি টাকার কাজ হয়েছে। এছাড়া ৪৭৫ কোটি টাকা খরচ করে একটি পানীয় জলের প্রকল্পও তৈরী করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আলিপুর সংশোধনাগারের যে অংশ হেরিটেজ বলে ঘোষিত হয়েছে, সেখানে হিডকো একটি লেদার কটেজ অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মল তৈরী করবে। এই মলের পঞ্চাশ শতাংশ জায়গায় কলকাতা লেদার কমপ্লেক্সে উৎপাদিত পণ্য বিক্রি করা হবে।