নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার নীচু পাতিনা প্রাথমিক বিদ্যালয় এক ভয়ানক ঘটনার সাক্ষী থাকলো। মাঝের মধ্যেই এই বিদ্যালয়ের দেওয়াল ভেঙে পড়ে তো কখনো আবার ছাদের চাঙড় ভেঙে পড়ে। কিন্তু গতকাল ক্লাস চলাকালীন শ্রেণীপক্ষের মেঝেতে ধস নেমে পাঁচ ফুট বড়ো গর্ত তৈরী হয়ে তাতে বেঞ্চ সমেত চার জন পড়ুয়া ঢুকে গিয়ে বিপত্তি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায়।
জানা গেছে, আচমকা বেঞ্চে বসে থাকা চার জন ছাত্র ওই গর্তে পড়ে গিয়ে আহত হয়। এরপর দ্রুত শিক্ষক-শিক্ষিকারা তাদের উদ্ধার করে এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। উল্লেখ্য, এই বিদ্যালয়টি সুবর্ণরেখা নদীর পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত। ২০০৬ সালে বন্যায় বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্ভবত নীচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক সহ পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। তবে বিদ্যালয়ের এই অবস্থা দেখে অভিভাবকেরা রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। আর বিদ্যালয়ের এই অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন।