নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ আবার জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এর জেরে দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে। এর আগে গত ১২ ই জুলাই জঙ্গিরা ডোডাতে এক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল। আর এই হামলার পর নিরাপত্তা বাহিনী বিভিন্ন জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল।
এদিন এই অভিযান চলাকালীন গান্দোহ এলাকার বাজাদ গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। ডোডায় নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে। কিন্তু এখনো তাদের পরিচয় জানানো হয়নি। আর গুলির লড়াইও থামেনি। তবে ওই জঙ্গিদের কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জুলাই মাসের শুরু থেকে কাশ্মীরের একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।