রায়া দাসঃ কলকাতাঃ পুকুর ভরাটের অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে রাজ্যের অর্থ সচীব তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রধান সচীব মনোজ পন্থ বিভিন্ন জেলার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের সাথে এডিএম ল্যান্ড নিয়ে বিশেষ বৈঠক করে। যেখানে এই নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, “দপ্তরের সম্মান নষ্ট হচ্ছে। আপনারা এইগুলো খেয়াল রাখুন। ভেস্টেড ল্যান্ডকে সুরক্ষিত রাখতে হবে। ভেস্টেড ল্যান্ডের অধীনে থাকা অনেক সরকারী জমির পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো আসবে কেন? অভিযোগ আসার সাথে সাথেই পদক্ষেপ নিতে হবে।” উল্লেখ্য যে, বিভিন্ন জায়গা থেকে একের পর এক পুকুর বোজানোর অভিযোগ উঠছে। এক্ষেত্রে বার বারই প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আর এবার এই নিয়ে নবান্ন অবস্থান স্পষ্ট করে কঠোর বার্তা দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here